![]() |
| বিদায় হে প্রিয় রাহবার |
কিছু মানুষ হঠাৎ করেই চলে যায়, কিন্তু তাদের চলে যাওয়াটা সহজে মেনে নেওয়া যায় না।
ওসমান হাদীর চলে যাওয়াও ঠিক তেমনই—অবিশ্বাস্য, বেদনাদায়ক আর হৃদয় ভেঙে দেওয়ার মতো।
আজ সে নেই, কিন্তু তার হাসি, কথা, ব্যবহার আর স্মৃতিগুলো এখনো চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে এই তো একটু আগে ডাক দিলেই সে উত্তর দেবে। অথচ বাস্তবতা বড়ই নির্মম—ওসমান হাদী আর আমাদের মাঝে নেই।
মৃত্যু সত্য, কিন্তু কিছু মৃত্যু আমাদের ভেতরটা শূন্য করে দেয়। ওসমান হাদীর মৃত্যু তেমনই এক শূন্যতা তৈরি করেছে, যা কখনো পূরণ হবার নয়। তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না।
আল্লাহ যাকে ভালোবাসেন, তাকেই দ্রুত নিজের কাছে নিয়ে নেন—এই কথাটা আজ খুব বেশি মনে পড়ছে।
হে আল্লাহ, ওসমান হাদীকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো। তার কবরকে প্রশস্ত করো, নূরে ভরিয়ে দাও এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দাও। আমিন।
কিছু মানুষ চলে যায়, কিন্তু কখনো হারায় না—ওসমান হাদী তেমনই একজন।
তুমি নেই, কিন্তু তুমি আমাদের দোয়ায়, স্মৃতিতে আর হৃদয়ে বেঁচে থাকবে… চিরকাল।



