গায়ে যখন অনেকগুলা পিপড়া উঠে তখন অল্প কিছু সংখ্যক পিপড়াই কামড় বসায়! আমরা তখন পিপড়া মারতে থাকি, আর কামড় না বসিয়েও অনেক পিপড়া মারা পড়ে!
সমাজে কিছু লোক পাপ করে, আর কিছু লোক পাপ সহ্য করে! আমাদের সবার মধ্যে আছে গা বাঁচানো নীতি! আমরা সবার চোখে ভালো হয়ে থাকতে চাই। আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, তুমি সারাদিন গোনাহে ডুবে থাকো তাতে আমার কি - এই নীতিতেই আমরা জীবনটা কাটাতে চাই।
বাড়ীর কর্তা আলহাজ অমুক! দাড়ি, টুপি, আতরের সুবাস, হাতে তসবীহ - সব মিলিয়ে "সমাজের বুজুর্গ"! কিন্তু ছেলের বিয়েতে ডিস্কোর আয়োজন! বাড়ীর মেয়েদের বেপর্দা হয়ে শপিং মলে ঘুরে বেড়ানো! কিন্তু এরকম ডাবল স্ট্যান্ডার্ড নীতির উপড় থেকে দুনিয়ার মানুষের চোখে তথাকথিত "বুজুর্গ" হয়ে থাকলেও আখেরাতে পার পাওয়া যাবে না!
"নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও অত্যন্ত কঠোর।" (সূরাহ আল বুরুজ, আয়াত : ১২)
পিপড়া কামড়াবে কয়েকটা, কিন্তু পিষে মারা হবে সবাইকেই!
ইতিহাসের গজবগুলো নিছক বইয়ের পাতার কালো অক্ষর নয়, এগুলো আমাদের জন্য দৃষ্টান্ত! গজব নিজের উপর না আসার আগে জানি কারোরই ঘুম ভাংবেনা!!
সমাপ্ত
আপনিও হোন ইসলামের প্রচারক ইন শা আল্লাহ ’ লেখাটি শেয়ার করুন বন্ধুদের সাথে!
0 Comments